রিয়াদ, ২ ডিসেম্বর (হি.স.): এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট -এর প্রথম সংস্করণের ষষ্ঠ রাউন্ড সোমবার থেকে শুরু হচ্ছে। খেলবে পশ্চিম বিভাগের আটটি দল।
ইরানের জায়ান্ট পার্সেপোলিস ইরাকের আল শোর্তার বিপক্ষে ম্যাচ দিয়ে দিন শুরু হবে, দিনটি শেষ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর- আল সাদের ম্যাচ দিয়ে ।
২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ম্যাচগুলির সম্পূর্ণ তালিকা:
২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ম্যাচগুলির সম্পূর্ণ তালিকা:
**পার্সেপোলিস বনাম আল শোর্তা – ৭.৩০ পিএম আইএসটি — হামাদ বিন খলিফা স্টেডিয়াম, দোহা
**আল আহলি বনাম ইস্তেঘলাল – রাত ৯.৩০ পিএম- কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি, জেদ্দা
**আল ওয়াসল বনাম আল রায়ান — রাত ৯.৩০পিএম – জাবিল স্টেডিয়াম, দুবাই
**আল নাসর বনাম আল সাদ — রাত ৯.৩০ পিএম-আল আউয়াল পার্ক — রিয়াদ