BRAKING NEWS

মেসির নাম লেখা বুট পরবেন ১০ জন ফুটবলার 

নিউ ইয়র্ক, ২ ডিসেম্বর (হি.স.): লিওনেল মেসি যে বুট পরে খেলেন, সেই বুটে মেসির নাম লেখা থাকে। অ্যাডিডাস মেসির জন্য বিশেষ এই বুট তৈরি করেছে। তবে গত শনিবার (৩০ নভেম্বর) বার্সেলোনা-পালমাসের ম্যাচে দেখা গেছে বেঞ্চে বসে থাকা লামিনে ইয়ামালকে মেসি নামাঙ্কিত বুট পরে থাকতে!

শুধু ইয়ামালই নন, মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরও ৯জন ফুটবলার! মেসির নামাঙ্কিত বুট ১০ জন ফুটবলার পরার পেছনে রয়েছে একটি কারণ।

অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০জন ফুটবলার।

মেসির নামাঙ্কিত এই বুট পরে মহিলা-পুরুষ মিলিয়ে মোট ১০ জন ফুটবলার খেলবেন। আর এই ১০ ফুটবলারকে বেছেছেন মেসি নিজেই। ইয়ামাল ছাড়া বাকিরা আছেন- ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির।

অ্যাডিডাসের এই উদ্যোগ নিয়ে মেসি বলেছেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের নামাঙ্কিত বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের আছে খুবই কৃতজ্ঞ যে, তারা আমার এই বুট পছন্দ করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *