আগরতলা, ৩০ নভেম্বর: মরণ ফাঁদে পরিণত হয়েছে বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাতায়াতের সড়ক। বড় বড় মাটির স্তুপ গুলোর জন্য যান দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। শীতঘুমে আচ্ছন্ন রয়েছে বিলোনিয়া পূর্ত দপ্তর।
জানা গিয়েছে, বিগত দুমাস আগে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাওয়ার পথে ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটি ব্রিজ ভেঙে গিয়ে যাতায়াত অর্থাৎ দুই মহকুমার মধ্যে যোগাযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। ১০ থেকে ১৫ দিনের মাথায় বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। তাও অনেক ঝুঁকিপূর্ণ ছিল যাতায়াতের ক্ষেত্রে।
পরবর্তী সময়ে প্রায় এক থেকে দেড় মাস পর ভেঙ্গে যাওয়া ব্রিজ সংস্কার করেছে বিলোনিয়া পূর্ত দপ্তর। তাও পরিত্যক্ত জায়গাতে পড়ে থাকা একটি ব্রিজের সরঞ্জাম এনে একটি হেংগিং বীজ তৈরি করে। যে ব্রিজে লিখে দেওয়া হয়েছে ৮ টনের উপর বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচল করতে পারবেনা। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিজের এই করুন অবস্থার মধ্যে দিয়েও অনেক বড় বড় লড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। যেটা যেকোনো মুহূর্তে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা। আর ব্রিজের প্রত্যেকটা অংশে রয়েছে বড় বড় ফাটল এবং জং ধরানো। এনিয়ে যান চালক এবং যাত্রীদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তার পাশাপাশি ব্রিজের দুপাশ ধরে বেশ কিছু জায়গা নিয়ে রয়েছে মাটির ধস। যেগুলো রাস্তার দু’ধারে পড়ে রয়েছে বন্যার পরবর্তী সময়ের পর থেকে। বড় বড় মাটির স্তুপ গুলোর জন্য যান দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। এই মাটিগুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না পূর্ত দপ্তর। এসব পরিস্থিতি নিয়ে যান চালক, সাধারণ যাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীদের বিস্তর অভিযোগ। এখন দেখার বিষয় সংবাদ পরিবেশন নজরে আসার পর পূর্ত দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।।