সংবিধানের ঊর্ধ্বে কিছু নেই, সাংসদ হিসেবে শপথ নিয়েই বার্তা প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): সংবিধানের ঊর্ধ্বে কিছুই নেই, লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর এই মন্তব্য করলেন ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, আমার অগ্রাধিকার থাকবে, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা। আমাদের জন্য সংবিধানের ঊর্ধ্বে কিছুই নেই, আমরা সংবিধানের জন্য লড়তে থাকব।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই লোকসভার সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। শপথ নেওয়ার সময় প্রিয়াঙ্কার ডান হাতে ছিল সংবিধান। শপথ নেওয়ার পর নিম্নকক্ষের সদস্যদের উদ্দেশ্যে নমস্কার বিনিময় করেন প্রিয়াঙ্কা।