কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দেওয়া হলে ভিসা বন্ধের আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে অভিযান চালায়।
বাংলাদেশে হিন্দু সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি ও জামিন নিয়ে উত্তাল বাংলাদেশ । এই পরিস্থিতিতে এপারে প্রতিবাদ জানাল বিজেপি । এদিনের অভিযানে সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন শুভেন্দু বলেন, ‘ভারত-বাংলাদেশ সুসম্পর্ক নষ্ট করা হচ্ছে। এই ধরনের ভারত বিদ্বেষী আচরণ আগে দেখিনি।’ ‘বাংলাদেশে তালিবান, আইএস-এর পদধ্বনি শোনা যাচ্ছে।’
চিন্ময় কৃষ্ণদাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়করা মিছিল করেন। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করা হয়। এদিন বাংলাদেশের হাই কমিশনের দফতরে শুভেন্দু সহ ৮ জনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।