আগরতলা, ২৭ নভেম্বর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব, কিরণ গিত্যে’র সভাপতিত্বে সচিবালয়ের ২-নম্বর কনফারেন্স হলে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি / বিসিসি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে রাজ্যস্তরীয় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ সৌমিত্র মল্লিক সহ জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি। বিসিসি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীগণ।
এই পর্যালোচনা সভায় স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সামাজিক মাধ্যমে দপ্তরের কর্মকাণ্ডগুলিকে আরও ব্যাপকভাবে প্রতিফলিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রেস রিলিজ ইস্যু করার মাধ্যমে দপ্তরের কর্মকান্ড সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করার কাজ গুরুত্ব দিয়ে করার উপর নজর দিতে তিনি নির্দেশ দেন। এছাড়াও আজকের সভায় দপ্তরের প্রচারকে সুসংহত করতে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। তাছাড়া দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি দ্রুত করার জন্য নির্দেশ দেন তিনি। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
ReplyForwardAdd reaction |