বক্সনগর প্রতিনিধি, ২৭ নভেম্বর :- সোনামুড়া থেকে বক্সনগর হয়ে মতিনগর যাওয়ার রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা থাকলেও প্রশাসন কুম্ভনিদ্রায়। এদিকে এই রাস্তায় যাতায়াতকারী যাত্রীরা নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেহাল রাস্তার মধ্যে একটি হল সোনামুড়া থেকে বক্সনগর হয়ে মতিনগর যাওয়ার রাস্তাটি। ভেলোয়ারচর পর্যন্ত ৩৮ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। খাল ও ছোট ছোট পুকুরের কাদা জল একাকার হয়ে রাস্তা ভেঙ্গে গর্তে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা একপ্রকার অচল অবস্থায় এবং চলাচলের অযোগ্য। গর্তের কারণে নিত্যদিন বাইক স্কুটি অথবা গাড়ি দুর্ঘটনা ঘটে চলেছে। এই রাস্তা দিয়ে মুমূর্ষ রোগী বা গর্ভবতী মহিলাদের আপদকালীন সময়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তার কারণে প্রায় সময় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময়ে অফিসে এবং স্কুলে পৌছতে পারছে না। কিন্তু এ বিষয় কোনো হেলদোল নেই প্রশাসনের।
জীবন যাত্রার মান উন্নয়ন, পণ্য সামগ্রী বাজারজাতকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হলো উন্নত রাস্তাঘাট, সড়ক পরিবহন ব্যবস্থা। কিন্তু রাস্তার বেহাল অবস্থা নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। এই রাস্তা সংক্রান্ত সমস্যা নিরসনের জন্য সরকারের দিকে তাকিয়ে আছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী জনগণ। পথচারী এবং সরকারি কর্মচারীদের দাবী, সরকার যেন রাস্তায় দ্রুত মেরামত করে দেয়। এখন দেখার বিষয় সরকারের কুম্ভনিদ্রা ভাঙ্গে কিনা।