আগরতলা, ২৭ নভেম্বর : ব্ল্যাকমেলিংয়ে ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এক ছাত্রী। এমনই অভিযোগ পরিবারের। তদন্তে গাফিলতির অভিযোগ এনে আজ বিকেলে থানা ঘেরাও করেন স্থানীয়রা।
প্রতিনিয়ত ব্ল্যাকমেলিংয়ের ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রী সীমা রানী দেববর্মা(২৪), পিতার নাম জিতেন্দ্র দেববর্মা। বাড়ি চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের ১নং ওয়ার্ড হেরমা এলাকায়। ঘটনাটি ঘটেছিল ১১ই নভেম্বর ঠিক সন্ধ্যা রাতে হেড়মা এলাকায়। অভিযোগ জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট ভিলেজের খেংরাবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত সীমা রানী দেববর্মাকে ব্ল্যাকমেইল করতো। যার ফলে অতিষ্ঠ হয়ে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সীমা। মৃত্যুর আগের দিন সীমা তার বড় ভাই শিব শংকর দেববর্মাকে ব্ল্যাকমেলিংয়ের বিষয়টি জানিয়েছিল বলে জানায় মৃতার ভাই।
ঘটনার পর সীমার বড় ভাই শিব শংকর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু বুধবার পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা কোন ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। এমনকি এফ আই আরের রিসিভ কপিও তাদেরকে দেওয়া হয়নি। যার ফলে বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হেড়মা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানা এসে হাজির হয়ে থানা ঘেরাও করে।