নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে তামিলনাড়ুতে, বুধবার সকালেই তামিলনাড়ুর নাগাপট্টিনামে মুষলধারে বৃষ্টি হয়েছে। এমতাবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, দেশের এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৮ নভেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় ১ ডিসেম্বর হলুদ সতর্কতা জারি থাকছে। অবিরাম বৃষ্টির কারণে তিরুচিরাপল্লি জেলা কালেক্টর প্রদীপ কুমার বুধবার জেলার সমস্ত স্কুল ও কলেজের জন্য ছুটি ঘোষণা করেছেন।
দক্ষিণ ভারতে যখন বৃষ্টি হচ্ছে, তখন পঞ্জাব ও হরিয়ানা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে সকালে ও ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে। হরিয়ানা ও চন্ডীগড়ে ২৮-৩০ নভেম্বর, উত্তর প্রদেশে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, হিমাচল প্রদেশে ২৭-২৯ নভেম্বর, পঞ্জাবে ২৮-৩০ নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতে ঘন কুয়াশা থাকবে।