BRAKING NEWS

স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

আগরতলা, ২৭ নভেম্বর : পুর নিগমের ১২নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবন এলাকায় স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।  রাজ্য সরকার আগরতলা পুর নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এই কর্মসূচির অঙ্গ হিসেবেই পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুবনবন এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বুধবার ভূমি পূজা অনুষ্ঠিত হয়। সেখানেই গড়ে উঠবে স্বাস্থ্য কেন্দ্রের জন্য দালান বাড়ি। নির্মাণ কাজ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে স্বাস্থ্যকেন্দ্রের। এজন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠিত হয়। এর শিলান্যাস করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *