BRAKING NEWS

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সাময়িক মুলতুবি

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): আদানি ইস্যুতে লোকসভায় আলোচনার দাবি জানালেন বিরোধীরা, বিরোধীদের এই দাবিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। তাই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন “আপনারা মনে করেন আদানি অভিযোগগুলি মেনে নেবে? স্পষ্টতই তিনি অভিযোগ অস্বীকার করতে চলেছেন। মূল বিষয় হল, আমরা বলেছি তাকে গ্রেফতার করতে হবে। ছোটখাটো অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং ভদ্রলোক (গৌতম আদানি) আমেরিকায় হাজার কোটি টাকার জন্য অভিযুক্ত হয়েছেন, তাকে কারাগারে থাকা উচিত অথচ সরকার তাকে রক্ষা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *