নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): আদানি ইস্যুতে বুধবার লোকসভায় আলোচনার দাবি জানালেন বিরোধীরা, বিরোধীদের এই দাবিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। তাই প্রথমে দুপুর বারোটা, পরে দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও প্রথমে বেলা সাড়ে এগারোটা, পরে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।
বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরু থেকেই আদানি ঘুষ কাণ্ডে আলোচনার দাবি জানান বিরোধীরা। পাশাপাশি কংগ্রেস সাংসদ হিবি ইডেন এদিন মণিপুরের পরিস্থতি নিয়েও আলোচনার দাবি জানান। তিনি মুলতুবি প্রত্যাশা আনেন। আনি ইস্যুতে বিরোধীদের হইচইয়ের কারণে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
এদিনই লোকসভায় সামাজিক মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু পরীক্ষা করার আইন সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমাদের দেশের সংস্কৃতি এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যে দেশগুলি থেকে এসেছে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আমি চাই সংসদের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়টি তুলে ধরুক এবং এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন করুক।”