BRAKING NEWS

লেবানন ও ইজরায়েলে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি. স.) : ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আমরা সবসময় যুদ্ধের অবসান, সংযম অবলম্বন এবং আলোচনার উপর জোর দিয়ে আসছি। আমরা মনে করি এই চুক্তির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনবে।

উল্লেখ্য, আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা বুধবার সকাল থেকে কার্যকর হয়েছে। এই চুক্তিতে ৬০দিনের যুদ্ধবিরতি হবে এবং হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছু হটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *