নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারি ও হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বাংলাদেশের হিন্দুদের প্রতি তাঁর পরামর্শ, এই অত্যাচারের বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ করা উচিত। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ সিং বলেছেন, “কিছু মানুষ এখন সম্ভলে যাওয়ার কথা বলছে। কিন্তু রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা বাংলাদেশকে উপেক্ষা করছেন, যেখানে হিন্দুরা অনেক হিংসার শিকার হচ্ছেন। আমি পরামর্শ দিচ্ছি, বাংলাদেশে এই নৃশংসতার বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ করা উচিত।”