BRAKING NEWS

মহিলা নির্যাতন ও শিশুহত্যা নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ, ওয়াক আউট বিজেপির

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যে মহিলা নির্যাতন ও শিশুদের ওপর অত্যাচার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভা থেকে ওয়াক আউট করল বিজেপি। শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনের সভায় মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা চান বিজেপির সদস্যরা। যদিও তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, প্রথমার্ধের সভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হতেই অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সভাকে আশ্বস্ত করে জানান, বিজেপির তরফে এই সভার কাজ বন্ধ রেখে আলোচনার জন্য এক মুলতুবি প্রস্তাবের নোটিশ জমা পড়েছে। ওই প্রস্তাবের সমর্থনে স্বাক্ষর করেছেন – তাপসী মন্ডল, মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি। এই প্রস্তাব পাঠ করতে দেন অধ্যক্ষ। যথারীতি তাপসী মন্ডল তা পাঠ করছিলেন। ওই কার্যক্রম চলাকালীন সময়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ট্রেজারি বেঞ্চ থেকেই এ নিয়ে আপত্তি ওঠে। একইসঙ্গে চলতে থাকে দুরকম বক্তব্য। সভাকক্ষে দু তরফের মাইকে দু’রকম কার্যক্রম একযোগে চলতে থাকে। এর ফলে সোচ্চার হয়ে পড়েন বিজেপির সদস্যরা।

সকলেই উঠে দাঁড়িয়ে এরপর প্রতিবাদ জানাতে থাকেন। বিঘ্ন ঘটে সরকারি কার্যক্রমের। হঠাৎ তাপসী মন্ডলের মাইকের সুইচ অফ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর সমালোচনায় সরব হন বিজেপির সমস্ত সদস্য। দলের মুখ্য সচেতক ড. শঙ্কর ঘোষের নেতৃত্বে ১২.০৭ মিনিটে সভা থেকে স্লোগান দিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *