BRAKING NEWS

দিল্লির বাতাসের গুণমান এখনও মন্দই, কুয়াশায় ঢাকল তাজমহল

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমানের এখনও উন্নতি হল না। বুধবারও বায়ুদূষণের মধ্যেই দিন শুরু হল দিল্লিবাসীর। বুধবার সকালে ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে, দূষণের কারণে দৃশ্যমানতা কিছুটা কমে যায়। ভোরের দিকে ধোঁয়াশার মধ্যেই ধীর গতিতে চলাচল করে ট্রেন। ইন্ডিয়া গেট চত্বর ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

দিল্লির কনৌট প্লেস, অক্ষরধাম, এইমস, পটপরগঞ্জ প্রভৃতি এলাকা ধোঁয়াশা মোড়া ছিল। পটপরগঞ্জে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৮, নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৩১৫। দিল্লির পাশাপাশি সকালে ধোঁয়াশায় মুড়ে ছিল উত্তর প্রদেশও। তাজনগরী আগ্রাও দূষণের কবলে। শীতের মরসুম কুয়াশার আস্তরণে ঢেকে যায় আইকনিক তাজমহল। এদিন সকালেও দিল্লির যমুনার জল ছিল দূষিত, কালিন্দী কুঞ্জে যমুনার জলে ভাসতে দেখা যায় বিষাক্ত সাদা ফেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *