BRAKING NEWS

আগামীকাল অমিত শাহের সঙ্গে ৩ দলের বৈঠক, এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত

থানে, ২৭ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী মুখ সম্পর্কে বলেছেন, “আগামীকাল (২৮ নভেম্বর) অমিত শাহের সঙ্গে তিনটি দলের (মহাযুতির) একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিন থানে-তে এক সাংবাদিক সম্মেলনে শিন্ডে আরও বলেছেন, “গত ২-৪ দিন ধরে আপনারা নিশ্চয়ই গুজব দেখেছেন, যে কেউ বিরক্তি প্রকাশ করেছে। আমরা এমন মানুষ নই যারা বিরক্ত হয়, আমি গতকাল প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম যে (মহারাষ্ট্রে) সরকার গঠনে আমাদের পক্ষ থেকে কোনও বাধা নেই। আপনি সিদ্ধান্ত নিন। বিজেপির সিদ্ধান্তই চূড়ান্ত। এনডিএ-র নেতা কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। সুতরাং, আমি তাদের দু’জনকেই বলেছি, মহারাষ্ট্রে সরকার গঠনে আমাদের পক্ষ থেকে কোনও সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *