BRAKING NEWS

রাস্তায় কাজে ব্যাপক দুর্নীতি, রেশমবাগানে প্রতিবাদ

আগরতলা, ২৫ নভেম্বর: রাজধানীর শহরতলী রেশমবাগান এলাকার রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনটাই অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

এবিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন , বন্যার জলে রেশনবাগান এলাকার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিকবার প্রশাসনের নিকট জানানো হয়েছিল। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পড়বে।

তাঁদের আরও অভিযোগ, উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে। সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে ঠিকাদাররা। তাদের দাবি, ঠিকেদাররা রাস্তা এমন ভাবেই তৈরি করছে যে লাল মাটির উপর কালো রঙের প্রলেপ হাতে ধরলেই উঠে যাচ্ছে।
তাছাড়া, ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি। আজ সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকেদারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *