BRAKING NEWS

মহকুমার শাসকের কার্যালয়ে ঢুকে সরকারি আধিকারিককে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার এক

আগরতলা, ২১ নভেম্বর: মহকুমা শাসকের অফিসে ঢুকে লংতরাইভ্যালী মহকুমার ফুড কন্ট্রোলার বৃন্দাবন ত্রিপুরাকে রক্তাক্ত করলো এক ব্যক্তি। ঘটনায় আটক করা হয়েছে লোকমোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে।

মহকুমা শাসক অফিসে ঢুকে খাদ্য দপ্তরের এক আধিকারিক এর উপর আক্রমণ চালায় এক যুবক। ঘটনা বৃহস্পতিবার দুপুরে লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা মহকুমা শাসক অফিসে। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ছৈলেংটা এসডিএম অফিসে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার কাছে লোকমোহন ত্রিপুরা নামে এক যুবক পারিবারিক রেশন কার্ডের সমস্যার বিষয় নিয়ে জানতে চাইলে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা সমস্যার সমাধানের কথা বলেন কিন্তু তারপরেও রেশন কার্ডের বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে যাচ্ছিল ওই যুবকটি।

পরে এক সময় লোকমোহন ত্রিপুরা নামে ওই যুবকটি খাদ্য দপ্তরের ওই আধিকারিকের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং যুবকটি উত্তেজিত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার উপর আক্রমণ চালায়। ঘটনার সময় অফিসের অন্যান্য কর্মীরা ওই যুবকটিকে আটক করে ছৈলেংটা থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবকের আক্রমণের খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা আহত হয় এবং সঙ্গে সঙ্গেই মহকুমা শাসক অফিসের পক্ষ থেকে উনাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় রক্তাক্ত বৃন্দাবন ত্রিপুরার মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এভাবে মহাকুমা শাসক কার্যালয়ে ঢুকে একজন সরকারি আধিকারিকের উপর আক্রমণের ঘটনায় সকলেই হতবাক। যতদূর জানা গেছে এই ঘটনায় মহকুমা শাসকের পক্ষ থেকে ছৈলেংটা থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে। তবে এই ধরনের ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *