আগরতলা, ২১ নভেম্বর : রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের জন্য সংসদ অধিবেশনের অঙ্গ হতে চলেছেন রাজীব ভট্টাচার্য।
প্রসঙ্গত, চলতি মাসের ২৫ তারিখে দিল্লিতে শুরু হতে চলেছে সংসদ অধিবেশন। আজ দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করে রওয়ানা হন সাংসদ রাজীব ভট্টাচার্য।
আগরতলা এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের উন্নতির লক্ষ্যে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সহযোগিতায় উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে পাশাপাশি ত্রিপুরাকে ক্রমশ সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার কাছে তিনি চিঠি লিখেছেন, যেখানে ত্রিপুরা রাজ্যে এইমস বা রিমস্ এর মত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার বিষয়ে আবেদন করা হয়েছে।
দিল্লিতে অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্পর্কিত আলোচনা করা হবে বলে আশা করছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।