মুম্বই, ২১ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, এবার ভোটের ফল আসার অপেক্ষা। ২৩ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বললেন, “মহারাষ্ট্রে ভোটের হার বেড়েছে। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, ভোটের হার বাড়লে আমাদের উপকার হয়। তাই আমরা সুবিধা পাব এবং মহারাষ্ট্রে আমাদের সরকার গঠিত হবে। সরকারের প্রতি আস্থার কারণে ভোটের হার বাড়তে পারে। এর অর্থ সরকারের প্রতি আবেগ রয়েছে জনতার।”
যদি, মহাযুতি যেতে মহারাষ্ট্রে, তাহলে কে হবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, লাডকি বাহিন প্রকল্পের কারণে আমাদের জন্য মহিলাদের ভোটের শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনও আলোচনা হয়নি, ফলাফল প্রকাশের পর আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব।”