আগরতলা, ২১ নভেম্বর: সিপিআইএম সদর মহকুমার ২৪তম মহকুমা সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই বাইক র্যালিটি মহকুমা দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিনের এই র্যালি সম্পর্কে বাম নেতৃত্ব বলেন, আগামী ২৪ নভেম্বর সিপিআইএম সদর মহকুমার ২৪ তম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে এদিনের র্যালি অনুষ্ঠিত হয়েছে। মূলত রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করায় সিপিআইএম এর মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, বিজেপি, আইপিএফটি এবং মথার সরকার রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে বেকারত্বের যন্ত্রণা কমবে, জিনিসপত্রের দাম কমবে, বিদ্যুৎ মাসুল কমানো হবে। কিন্তু তার কিছুই হচ্ছে না। তাই রাজ্যের জনগণ এগুলির বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ জানাবেন সেটাই কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য। এদিনের এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়।