আগরতলা, ২০ নভেম্বর : বুধবার গোর্খাবস্তিস্থিত এআরডিডি দপ্তরের কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে টিভিএস গ্রেড-“v ভেটেনারি অফিসার পদে ৬৭ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডঃ নিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ত্রিপুরা সরকারের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের জন্য বহু বছর পর ৬৭ জন ভেটেরিনারি ডক্টর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রাণিসম্পদ বিকাশ অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ভেটেরিনারি ডক্টর পদে চাকরিতে যোগদানের জন্য যোগ্য প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস।
মন্ত্রী সুধাংশু নিয়োগ প্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এই নিয়োগের মাধ্যমে আগামীদিনে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়ন সাধিত হবে এবং দপ্তর আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।