BRAKING NEWS

পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি, ২০০ বোতল এসকফ ও গাঁজা উদ্ধার, ধৃত ৪ 

আগরতলা, ২০ নভেম্বর: পৃথক পৃথক নেশাবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি। গোপন সংবাদের ভিত্তিতে বহি:রাজ্যের চারজন নেশাকারবারিকে  আটক করে।পাশাপাশি, ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ২০০ এসকফের বোতল  বাজেয়াপ্ত  করতে সক্ষম হয়েছে। 

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল আগরতলা রেলস্টেশন থেকে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। তারা অনেকদিম ধরে  অল্প অল্প করে বহি:রাজ্যে গাঁজা পাচার করছেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছে। ধৃতরা বিহারের বাসিন্দা পূজা দেবী, রেশমি কুমারী এবং পরেশ কুমার। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা হবে বলে জানান তিনি। 

এদিকে, আরেকটি অভিযানে গতকাল রাতে একজন নেশা কারবারিকে আটক করা হয়েছে। সে বহি:রাজ্য থেকে ২০০ এসকফের বোতল ত্রিপুরায় নিয়ে এসেছিল। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *