আগরতলা, ২০ নভেম্বর: নিয়মিত বেতনক্রমের দাবিতে একদিনের কর্মবিরতিতে সামিল হয়েছেন বনদপ্তরের কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনদপ্তরের এক কর্মী জানিয়েছেন, বর্তমানে বনদপ্তরে ৩৬৩ জন কর্মী কর্মরত রয়েছেন। অনেকে প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করে চলেছেন। বর্তমানে তাঁদের বেতন বারো হাজার টাকা। এই টাকায় তাঁদের সংসার চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, সরকারের তরফ থেকে সাত বছর আগে তাদেরকে আর্থিক অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। এবিষয়ে একাধিকবার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিকট দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোন ধরনের সদোত্তর পায়নি। ফলে আজ বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। অতিসত্বর নিয়মিত বেতনকরণ প্রদান করা হোক।