নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে আগামী কিছু দিন অব্যাহত থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা। এই মর্মে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা, তাই গাড়ির চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে ২২টি ট্রেন দেরিতে চলছে, ৯টি ট্রেন ফিরিয়ে আনা হয়েছে নতুন দিল্লি রেল স্টেশনে।
আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অব্যাহত থাকবে কুয়াশা। আগামী কিছু দিন, অন্তত ৫-দিন পঞ্জাব ও হরিয়ানায় ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ৩-৪ দিন দিল্লিতে মাঝারি কুয়াশা থাকবে। মঙ্গলবার সকালেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি ও লাগোয়া রাজ্যগুলি। উত্তর প্রদেশের পাশাপাশি ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় পঞ্জাব ও হরিয়ানাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। আজমের শহরে ঠান্ডা এতটাই বেশি যে, এদিন সকালে আগুনের তাপ নিতে দেখা যায় অনেক মানুষকে।