আগরতলা, ১৯ নভেম্বর : খোদ পুলিশ কর্মীর বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত হলেন ৪ নির্মাণ শ্রমিক। ছাদের ঢালাইয়ের শেষে পারিশ্রমিক চাওয়াতেই শ্রমিকদের উপর চওড়াও হয় মদমত্ত এক কন্ডাক্টার সহ স্থানীয় কিছু যুবক।ঘটনা এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায়।
ঘটনার বিবরণে শ্রমিকরা জানায়, দুর্গাবাড়ি এলাকায় তুফানিয়া লুঙ্গা চা বাগানের শ্রমিকরা অঞ্জু উড়াং নামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে কাজ করেন। ঘর নির্মাণের সোমবার ছিল ছাদ ঢালাইয়ের কাজ। শ্রমিকরা কাজ শেষে পারিশ্রমিক চায়। কিন্তু বাড়ির মালিক পারিশ্রমিক দেননি। কারণ শ্রমিকদের যে কন্ট্রাক্টর কাজে আনেন তিনি কোনো কারণে অনুপস্থিত ছিলেন। তিনি অপর কন্ট্রাক্টর বাড়ির মালিককে কাজ শেষে শ্রমিকদের টাকা দিয়ে দিতে বলেন। শ্রমিকদের টাকা না দিয়ে কাজ শেষে তাদের আটকে রাখে। এই খবর পেয়ে শ্রমিকদের বাড়ির লোকজন অঞ্জু উড়াংয়ের বাড়িতে গেলে শ্রমিকদের অভিভাবক ও শ্রমিকদের বেধড়ক পেটায় খোকন বলে এক কন্ট্রাক্টর ও স্থানীয় যুবকরা। মাথা ফাটিয়ে দেয় দুইজনের। আহত হয় মোট ৪ জন।
ঘটনার প্রতিবাদে গভীর রাতে এয়ারপোর্ট থানা ঘেরাও করে তুফানিয়া লুঙ্গা চা বাগানের জনগন ও আহত শ্রমিকরা। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। এই আশ্বাস মূলে মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে পথ অবরোধ করার হুশিয়ারি দিয়ে এয়ারপোর্ট থানা ছাড়ে শ্রমিক ও জনতা।