আগরতলা, ১৯ নভেম্বর : আমতলী পুরোনো থানা সংলগ্ন একটি সরকারি প্রজেক্ট এর অন্তর্গত এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, মৃতের নাম ভানু ভৌমিক। তিনি আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকার বাসিন্দা। ওয়াটার পাম্প অপারেটরের কাজের পরিপ্রেক্ষিতে তিনি আমতলী পুরান থানা সংলগ্ন জুটমিল কোয়াটারে থাকতেন।
ঘটনার বিবরণে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার ওই সরকারি প্রজেক্ট এর আওতাধীন এলাকায় সকালে জল ছাড়তে এসেছিলেন তিনি। তারপর এদিন বিকেলে প্রজেক্টের কর্মরত শ্রমিকরা ভানু ভৌমিকের মৃতদেহ সেই এলাকায় দেখতে পায়।
শ্রমিকদের থেকে জানা গেছে, মৃতদেহ দেখতে পেয়ে তারা আমতলী থানায় খবর দেয়। সাথে সাথে থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মৃণাল কান্তি পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা ও ফরেনসিক টিম ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয়েছিল মৃত ভানু ভৌমিকের পরিবারের লোকজনকেও। মৃতদেহ দেখে পরিবারের লোকজন ঘটনাস্থলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
ফরেনসিক টিমের তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। আমতলী থানার পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। বুধবার ময়না তদন্তের পর ভানু ভৌমিকের মৃতদেহ তাঁর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।