BRAKING NEWS

আগামী ৩ দিনের মধ্যে বিজেপিকে বহিষ্কার পত্র পাঠানোর চ্যালেঞ্জ দিল পাতালকন্যা

আগরতলা, ১৯ নভেম্বর : রাজ্যে এসেই বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন পাতালকন্যা জমাতিয়া। ৩ দিনের মধ্যে তাকে বহিষ্কার পত্র প্রেরণ করার দাবি জানান পাতালকণ্যা।

রাজ্যে এসেই বিজেপির বিরুদ্ধে একাধিক আক্রমণ শানালেন প্রাক্তন বিজেপি সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া। গতকাল দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মঙ্গলবার রাজ্যে এসেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আগামী ৩ দিনের মধ্যে বিজেপির ক্ষমতা থাকলে তাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে তার কারণ জানিয়ে বহিষ্কার পত্র প্রেরণ করুক।

পাতালকন্যা আরো বলেন, বাংলাদেশী মনোভাব নিয়ে চলছে ত্রিপুরা বিজেপি। রাজ্য বিজেপি নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশী বিজেপি পার্টি হিসেবে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে কোনো বহিষ্কারপত্র প্রদান করা হয়নি। দল বিরোধী কি কাজ করেছে পাতালকন্যা তার জবাব চান তিনি।

তিনি আরো বলেন, ত্রিপুরা বিজেপির দ্বারা কোনো সদুত্তর না পেয়ে তিনি দিল্লিতে গিয়ে দাবি করেছেন আগামী তিনদিনের মধ্যে তাকে যেন বহিষ্কার পত্র প্রদান করা হয়। যদিও দিল্লিতে পাতালকন্যা জমাতিয়া কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে কার সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে কিছু প্রকাশ করেননি।


এদিকে তিনি প্রদ্যোত কিশোর দেববর্মার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। প্রদ্যোত কিশোর জনজাতিদের অনুভূতি নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিপ্রাসা চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন পাতালকন্যা। এই চুক্তিতে জনজাতিদের স্বার্থরক্ষার্থে কি কি রয়েছে এই চুক্তিতে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাতালকন্যা জমাতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *