BRAKING NEWS

২০ বছরের লুকোচুরি শেষ, এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী বিক্রম গৌড়া 

বেঙ্গালুরু, ১৯ নভেম্বর (হি.স.): দীর্ঘ ২০ বছরের লুকোচুরি শেষ, এনকাউন্টারে খতম হল কুখ্যাত মাওবাদী বিক্রম গৌড়া। উদুপির হেবরি পুলিশ মঙ্গলবার সকালে জানিয়েছে, পশ্চিম ঘাট অঞ্চলে অ্যান্টি নকশাল বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হয়েছে নকশাল নেতা বিক্রম গৌড়া।

নকশাল নেতা বিক্রম গৌড়া নিহত হওয়া প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, “নকশাল বিক্রম গৌড়া ২০ বছর ধরে পলাতক ছিল। গত সপ্তাহে নকশাল রাজু এবং লাথাকে দেখা গিয়েছিল, বিক্রম পুলিশকে আক্রমণ করতে শুরু করেছিল, তাই এনকাউন্টার করতে হয়েছিল। এনকাউন্টারের সময় তার সঙ্গে আরও ৩ জন ছিল, কিন্তু তারা পলাতক। এখন আমরা আরও বিস্তারিত জানার অপেক্ষায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *