BRAKING NEWS

দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে, জনসাধারণের হাত মাস্ক তুলে দিলেন মনোজ তিওয়ারি 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): মঙ্গলবারও ‘অতি ভয়ানক’ দিল্লির বাতাস। বাতাসের গুণমান সূচক প্রায় ৫০০ ছুঁইছুঁই। সকাল থেকে ধোয়াঁশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। কমেছে দৃশ্যমানতা। দূষণ থেকে রেহাই পেতে এখন ভরসা মাস্ক। সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় রেখে তাই মঙ্গলবার সকালে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। এদিন সকালে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনের বাইরে সাধারণ জনসাধারণের হাতে মাস্ক তুলে দেন মনোজ তিওয়ারি।

দিল্লির আম আদমি পার্টির সরকারকে তীব্র ভৎসর্না করে মনোজ তিওয়ারি বলেছেন, “জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি। এএপি এবং অরবিন্দ কেজরিওয়ালের সরকার ভুল করেছে, কিন্তু এর পরিণতি দিল্লির জনগণকে ভুগতে হচ্ছে। আমার মতে, এখনই সবাইকে জেগে ওঠা দরকার। আমরা মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু একটি সুনির্দিষ্ট সমাধান হওয়া দরকার, যা শুধুমাত্র বিজেপিই দিতে পারে। আমি প্রত্যেককে আগামী দিনগুলিতে মাস্ক পরার জন্য অনুরোধ করছি এবং ভবিষ্যতে বিজেপিকে একটি সুযোগ দিন, যাতে আমরা দিল্লিকে মাস্ক পরা থেকে বিরত রাখতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *