আগরতলা, ১৯ নভেম্বর : নাগপুরের কমলা ছেয়ে গেছে রাজ্যের বাজার। দাম তুলনামূলক অনেকটাই কম। জম্পুইয়ের কমলা এখন আর রাজ্যের বাজারে দেখা যায় না বললেই চলে। সেই জায়গায় বাজার দখল করে আছে নাগপুরের কমলা। প্রতিটি কমলা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
কমলা ব্যবসায়ীরা জানান, জম্পুইের কমলা এখন আসে না বললেই চলে। মিজোরামের কমলাও তুলনামূলকভাবে অনেকটাই কম আসছে রাজ্যে। জম্পুই পাহাড় একসময় কমলা চাষের জন্য প্রসিদ্ধ ছিল। বর্তমানে সেখানে কমলা চাষ তেমন ভালো হয় না। কমলার পরিবর্তে সুপারি এবং আদা চাষ করছেন সেখানকার মানুষজন। রাজ্যে কমলার উৎপাদন কমে যাওয়ায় নাগপুর থেকে আমদানি হচ্ছে কমলা। নাগপুরের কমলা চাহিদা পূরণ করছে রাজ্যের।