নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): বায়ুদূষণের জেরে অত্যন্ত খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। উদ্ভুত এই পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ২৩ নভেম্বর, শনিবার পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ঘোষণা করেছে, শনিবার, ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইন মোডে ক্লাস পরিচালনা করা হবে। ২৫ নভেম্বর থেকে ফিজিক্যাল মোডে নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সময়সূচী অপরিবর্তিত থাকবে।
দূষণ মোকাবিলায় দিল্লি সরকার সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি করেছে সোমবার থেকে। তার পরেও উন্নত হয়নি বাতাসের গুণমান। বরং আরও ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সকালে রাজধানী ও সংলগ্ন আনন্দ বিহার, অশোক বিহার, ধ্যানচাঁদ স্টেডিয়াম, জাহাঙ্গিরপুরী-সহ বেশির ভাগ পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক ৫০০ অতিক্রম করে গিয়েছে। রাজধানী ও সংলগ্ন অঞ্চলে বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য মোট ৩৫টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে বাতাসের গুণমান সূচক সবচেয়ে কম ছিল দ্বারকায় (৪৮০)। কিন্তু সেটিও ‘অতি ভয়ানক’ পর্যায়ের উপরেই রয়েছে।