আগরতলা, ১৯ নভেম্বর : ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। তাতে, রাজ্যে সরকারের প্রতিমাসে ২ কোটি ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয় হবে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি সব র্যাঙ্কের জওয়ানদের জন্য পোশাক ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে। তেমনি, ত্রিপুরা পুলিশের জন্য পোশাক ভাতা ৭৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন তিনি বলেন,শিক্ষা দফতরের অধীনে ১২৫ জন শারীরিক প্রশিক্ষক (পিইটি )পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, রাজ্যে খেলাধুলার মানকে উন্নত করতে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর অধীনে ৭৫ জন জুনিয়র পিআই অর্থাৎ ফিজিক্যাল ইন্সট্রাক্টার নিয়োগ করা হবে।
সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভার বৈঠকে মৎস দফতরের অধীনে ৫৩টি ফিশারি অফিসার পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।