নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দিল্লির পরিবেশ দূষণ ঠেকাতে কেন্দ্রের কাছে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমতি চাইল আম আদমি পার্টির সরকার। মঙ্গলবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় সরকারকে লেখা এক চিঠিতে কৃত্রিম বৃষ্টিপাতের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানান। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাই বলেন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়েছে এবং দিল্লি-এনসিআর-এ বায়ুর মান উন্নত করতে কৃত্রিম বৃষ্টি শুরু করার সময় এসেছে।
মন্ত্রী বলেন, উত্তর ভারত জুড়ে ধোঁয়াশার চাদর ঢেকে রয়েছে। এই পরিস্থিতি পরিত্রাণের একমাত্র উপায় কৃত্রিম বৃষ্টি। এমনকি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবকে চিঠি লিখে বায়ু দূষণ নিয়ে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। এদিকে, দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণমান ক্রমাগত খারাপ হচ্ছে। আজ দুপুর ১টা পর্যন্ত বায়ুর গুণগত মান ৪৭৩-পেরিয়ে গেছে।