আগরতলা, ১৯ নভেম্বর : সিএনজি এবং পিএনজি-র দাম বৃদ্ধি করল সরকার। আগামী ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকারী হবে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিবৃতি জারি করে একথা জানিয়েছে।
বিবৃতিতে জানিয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে সিএনজি এবং পিএনজি মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে তা নয়া দাম কার্য়করী হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম ৭৫.৪১ টাকা থেকে ৭৫.৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, অন্যান্য জেলায় সিএনজি দাম ৭৯.৯৯ টাকা থেকে ৮০.৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। পিএনজি ৩৮.৫৫ টাকা থেকে ৩৯.০৫ টাকা, পিএনজি বানিজ্যিক ও শিল্পক্ষেত্রের পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৯.০০ টাকা থেকে ৪৯.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, পিএনজি পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩.৩৯ টাকা থেকে ৪৩.৮৯ টাকা বৃদ্ধি করা হয়েছে, বোধজং আইজিসি ৩৭.২০ টাকা থেকে ৩৭.৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।