BRAKING NEWS

পঞ্জাবের চারটি বিধানসভা কেন্দ্রে বুধে উপ-নির্বাচন, যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে 

চন্ডীগড়, ১৯ নভেম্বর (হি.স.): পঞ্জাবে বুধবার চারটি বিধানসভা কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হোশিয়ারপুরের চাবেওয়াল, গুরুদাসপুরের ডেরা বাবা নানক, শ্রী মুক্তসার সাহেবের গিদ্দারবাহা এবং বার্নালার প্রায় ৭ লক্ষ ভোটার বুধবার নিজেদের ভোট দেবেন।

উপ-নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস এবং আম আদমি পার্টি (এএপি)। রাজ্যের আরেকটি বড় রাজনৈতিক দল শিরোমনি আকালি দল (এসএডি) এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচনী কর্মকর্তা সিবিন সি ঘোষণা করেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ১৭টি কোম্পানি এবং ৬০০০টিরও বেশি পঞ্জাব পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩,৮০০ এরও বেশি ভোটগ্রহণ কর্মী সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *