BRAKING NEWS

বর্ডার-গাভাস্কার ট্রফি : অপটাসে ভারত এবং অস্ট্রেলিয়া সাফল্যের পরিসংখ্যান

কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : পার্থের নতুন স্টেডিয়াম অপটাসে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট l এই স্টেডিয়াম এখন অস্ট্রেলিয়ার নতুন দূর্গে পরিণত হয়েছে। অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া কখনও টেস্ট হারেনি। এই মাঠে মোট ৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। চারটি ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা। এর মধ্যে রয়েছে ভারত।

পার্থের অপটাস স্টেডিয়ামের পরিসংখ্যান :

*এই মাঠে টেস্ট খেলা হয়েছে চারটি। অস্ট্রেলিয়া জিতেছে সব কটিতেই ।

*পার্থের অপটাস স্টেডিয়ামে টেস্ট সেঞ্চুরি হয়েছে মোট ৭টি। অস্ট্রেলিয়া করেছে ৫টি শতরান। প্রতিপক্ষ দলের ব্যাটাররা করেছেন ২টি সেঞ্চুরি। বিরাট কোহলি ছাড়া এই মাঠে বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাথওয়েট।

*পার্থের নতুন স্টেডিয়ামে পেসারদের বোলিং গড় ২৯.৭১। স্পিনারদের বোলিং গড় ৩৩.১৮। উল্লেখযোগ্য বিষয় হল, পার্থের পিচে পেসাররা বরাবর সাহায্য পান। তবে এই মাঠে সব থেকে বেশি ২৭টি টেস্ট উইকেট নিয়েছেন অজি স্পিনার নাথান লিয়ন।

*অপটাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি ১০৩.৮০ গড়ে সংগ্রহ করেছেন ৫১৯ রান। সেঞ্চুরি করেছেন ৩টি, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে।

*অপটাস স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড়ে ৪৫৬ রান ওঠে। সুতরাং, টস জিতে শুরুতে ব্যাট করে বড় রানের ইনিংস গড়াই হয় এই মাঠে সব দলের প্রধান লক্ষ্য।

পার্থের অপটাস স্টেডিয়ামে চার টেস্টের ফলাফল :

*ভারতকে ১৪৬ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।

*নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।

*ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে পরাজিত করে অজিরা।

*পাকিস্তানকে ৩৬০ রানে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *