BRAKING NEWS

সংহতি পদযাত্রার সমাপ্তিতে বিজেপি বিধায়কের ভাই যোগ দিলেন কংগ্রেসে

আগরতলা, ১৯ নভেম্বর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে কুড়ি দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় সংহতি পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার ছিলো সারা ত্রিপুরায় কংগ্রেসের সংহতি পদযাত্রার অন্তিম দিন। এদিন ধনপুরের বিজেপি বিধায়ক বিন্দু দেবনাথের ভাই উত্তম দেবনাথ কংগ্রেসে যোগ দিয়েছেন।

এদিকে, ফটিকরায় ব্লক কংগ্রেস এই সুসজ্জিত পদযাত্রা ফটিকরায় বাজার থেকে কাঞ্চনবাড়ি বাজার পর্যন্ত প্রায় ১০ কিমি পথ পরিক্রমা করেছে। উপস্থিত ছিলেন ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দত্ত, প্রাক্তন ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক সূত্রধর, ঊনকোটি জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি আলিমুল ইসলাম সহ দলের রাজ্যস্তর থেকে জেলাস্তর এবং ব্লকস্তরের কংগ্রেস দলের বিভিন্ন নেতৃবৃন্দ। সাক্ষাৎকারে ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দত্ত সাংবাদিকদের সম্মুখে প্রয়াত প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্ম গুলি নিয়েও উষ্মা প্রকাশ করেন।

অন্যদিকে, ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে মেলাঘরে সংহতি পদ যাত্রায় ঝড় তুললো কংগ্রেস। পথযাত্রায় অংশ নেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা। সাথে ছিলেন রাজ্য যুবক সভাপতি নীলকমল সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলার এসসি সভাপতি লক্ষণ দাস, জেনালের সম্পাদক হাবিল মিয়া সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। পদযাত্রাটি মেলাঘর পেট্রোল পাম্প থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে লাল মিয়া চৌমুহনীতে এসে শেষ হয়। এদিন সংহতি পদ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোরদার।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, সংহতি পদ যাত্রায় দলীয় কর্যকর্তারা ব্যাপক সাড়া পেয়েছেন। সাংবাদিকদের সম্মুখে তিনি বর্তমান বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেন।

এদিকে ধনপুরের বিজেপি বিধায়ক বিন্দু দেবনাথের বড় ভাই উত্তম দেবনাথ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহার হাত ধরে কংগ্রেস দলে যোগদান করেন। তাঁকে দলীয় প্রথা মেনে কংগ্রেসে স্বাগত জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *