নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, ২৪ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। এই সর্বদলীয় বৈঠকে সমস্ত দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশন উপলক্ষ্যে আগামী ২৪ নভেম্বর বেলা এগারোটা নাগাদ সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের মেইন কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। ২৬ নভেম্বর (সংবিধান দিবস), সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে অনুষ্ঠানটি সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে।