আগরতলা, ১৮ নভেম্বর: স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ধর্মনগরের সাকাইবাড়িতে নির্মিত হচ্ছে কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতাল। এই আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যার সার্বিক সহযোগিতায় রয়েছে চেন্নাইয়ের খ্যাতনামা সুরিয়া হাসপাতাল।
বর্তমানে নির্মাণ কাজের অগ্রগতি এবং পরিকাঠামো পর্যবেক্ষণ করতে ধর্মনগরে এসেছেন সুরিয়া হাসপাতালের কনসালট্যান্ট জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ এবং সুরিয়া স্পেশালিটি সেন্টারের পরিচালনাকারী ডাঃ অরুনাদেবী.কে। সোমবার, তাঁর উপস্থিতিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আব্দুল রহিম।
সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতিমধ্যে ধর্মনগরের কেজিএম সুরিয়া মাল্টি সুপারস্পেশালিস্ট হাসপাতালের সঙ্গে চেন্নাইয়ের সুরিয়া হাসপাতালের চূড়ান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ডাঃ অরুনাদেবী ধর্মনগর সফরে এসে নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
হাসপাতালটি নির্মাণে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি সংবলিত পরিষেবা থাকবে। রোগ নির্ণয় ও চিকিৎসার যাবতীয় আধুনিক সুবিধার পাশাপাশি রোগীদের সুবিধার্থে চেন্নাই এবং কলকাতা থেকে খ্যাতনামা চিকিৎসকরা নিয়মিত সেবা প্রদান করবেন।
এছাড়া, জটিল রোগের ক্ষেত্রে রোগীদের চিকিৎসার জন্য চেন্নাইয়ের সুরিয়া হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগ রাখা হবে। এই উদ্যোগ ধর্মনগরের বাসিন্দাদের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এই হাসপাতালের মাধ্যমে ধর্মনগরবাসী আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন, যা অঞ্চলটির স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিশা দেখাবে।