রাঁচি, ১৮ নভেম্বর (হি.স.) : মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “সবাই জানে মণিপুরে কী ঘটছে। প্রধানমন্ত্রী এখনও সেখানে যাননি। আমি মণিপুরে গিয়েছি। আমরা সরকারকে হিংসা বন্ধ করতে বলেছি।”
রাহুল গান্ধী আরও বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের কাজ করা উচিত, কিন্তু কোনও কারণে তিনি নিজের কাজ করছেন না। সেখানে শান্তি ফিরিয়ে আনতে হবে। বিজেপির লোকজন ঘৃণা ছড়ায়, তাই ‘আগ লাগতি হ্যায়’। শুধুমাত্র কংগ্রেসই আগুন নেভাতে পারে, তাই আমরা প্রেম, ভ্রাতৃত্বের কথা বলি।