BRAKING NEWS

নেশা কারবারিদের দ্বারা অপহৃত দুই ব্যক্তি, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ নভেম্বর:
কাজ সাড়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছেন এক সরকারি কর্মচারী, এমনই অভিযোগ উঠেছে। কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার এলাকা থেকে অপহৃত হয়েছেন বলে অভিযোগ, সঙ্গে এক ব্যবসায়ীকেও অপহরণ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য গোটা দেবীপুর এলাকায়।

কমলাসাগর বিধানসভা এলাকার পাচারকারীদের অবৈধ নেশাসামগ্রী গাঁজা, ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে। নেশা কারবারীরা তাদের এই মাল পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতন বর্ধন ও পোল্ট্রি মুরগির ব্যবসায়ী বিকাশ সরকারকে দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। নেশা কারবারীর দাবি তাদের যত টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত কিছু টাকা তাদেরকে দিতে হবে।

এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণ হয়ে যাওয়ার ঘটনার খবর যায় তাদের পরিবারে। বিকাশ সরকারের স্ত্রী গীতা সরকার এবং রতন বর্ধনের স্ত্রী মিরা বর্ধন মধুপুর থানার দারস্থ হয়ে তাদের স্বামীকে উদ্ধার করাতে চিৎকার শুরু করেন। অভিযুক্তরা সরকারি কর্মচারীসহ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে দেবীপুর আটক করে রাখে।

মধুপুর থানায় অভিযুক্ত নেশা কারবারী প্রেম সেন, টোটন দেবনাথ, সুমন মিয়া, কিরণ দেবনাথ, সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। মধুপুর থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে ব্যবসায়ী সহ সরকারি কর্মচারীকে উদ্ধার করতে মাঠে নামে। মূলত নেশা কারবারীদের নেশা সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ে পেছনে ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী জড়িত রয়েছে এমন অভিযোগে তাদের দুজনকে অপহরন করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *