নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ নভেম্বর:
দীর্ঘ কাঁচা রাস্তায় অর্ধেক ইটসলিং হওয়ার পর কাজ বন্ধ থাকার কারনে দক্ষিণ মানিক ভান্ডার গ্রামবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সংলগ্ন মেইন রাস্তার পূর্ব প্রান্তে গ্রামের কাঁচা রাস্তাটি বাম জমানায় দাবি উঠেছিল ইট সলিং করার জন্য। কিন্তু ইট সলিং হয়নি। গ্রামে ৩৫ পরিবারের বসবাস। সবাই খেটে খাওয়া মানুষ। তাদের এক মাত্র যাতায়াতের রাস্তা খুব করুন অবস্থায় আছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয় দীর্ঘ রাস্তা ইট সলিং করার। সেই খুশীতে প্রথমে সবাই রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে রাজি হয়।
গ্রামের বাসিন্দা দীপক দাস অভিযোগ করে বলেন, রাস্তার জন্য মাট ওয়াল ঘরের একাংশ ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু, এখনো রাস্তা হয়নি। পুকুরে পাড় ভেঙ্গে রাস্তা বিপদজ্জনক অবস্থায় আছে। অনেক গ্রামবাসী রাতের অন্ধকারে যাতায়াত করতে গিয়ে জলাশয়ে পড়ে।গ্রামবাসীদের দাবীতে রাস্তার কাজ শুরু হয়ে একশো মিটার ইট সলিং হওয়ার পর রাস্তার পাশে দু’একজন বাসিন্দা রাস্তার জন্য জায়গা দিতে রাজি না হওয়ায় ইট সলিংয়ের কাজ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন গ্রামের বাসিন্দারা। এবিষয়ে, দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস জানান, দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের পাশে রাস্তাটি ইট সলিংয়ের কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। দীপক দাস রাস্তার জন্য নিজে ঘর ভেঙ্গে দিয়েছে। তার আগে কয়েকজন বাসিন্দা রাস্তার জন্য জায়গা দিতে রাজি না হওয়ায় কাজ বন্ধ আছে। রাস্তার জন্য জায়গা না দিলে জোর করে তো জায়গা নেওয়া যায় না। উন্নয়নের জন্য আমাদের পঞ্চায়েত রাস্তাঘাট, পানীয় জল সব কিছু দেওয়ার চেষ্টা করছে।