BRAKING NEWS

নাইজেরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেয় ভারত : প্রধানমন্ত্রী 

আবুজা ও নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): নাইজেরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেয় ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়ার আবুজায় সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রতিরক্ষা, জ্বালানি, আর্থিক সমস্যা, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের শক্তিশালী সহযোগিতা রয়েছে। আমাদের সম্পর্কের সঙ্গে বেশ কিছু নতুন সম্ভাবনা যুক্ত হয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ, জলদস্যুতা এবং মাদক চোরাচালানের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে তা করতে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *