BRAKING NEWS

মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার এনপিপির

৪৬ বিধায়ক নিয়ে সংকটমুক্ত বীরেন সিংগুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মণিপুরে নংথমবাম বীরেন সিং নেতৃত্বাধীন সরকার রাজ্যে সহিংসতা বন্ধ করতে ‘সম্পূর্ণ ব্যর্থ’ অভিযোগ তুলে আজ রবিবার সন্ধ্যায় সমর্থন প্রত্যাহার সংবলিত চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠিয়েছেন এনপিপি-প্রধান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা।

বিজেপি সভাপতিকে প্রেরিত চিঠিতে কনরাড সাংমা লিখেছেন, ‘মণিপুর রাজ্যের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন ন্যাশনাল পিপলস পার্টি। গত কয়েকদিনে আমরা দেখেছি, পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক নিরীহ প্রাণ হারিয়েছেন। রাজ্যের মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।’

চিঠিতে সাংমা লিখেছেন, ‘আমরা মনে করি, বীরেন সিং-এর নেতৃত্বে মণিপুর রাজ্য সরকার সংকট নিরসনে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ন্যাশনাল পিপলস পার্টি তৎকালীনভাবে মণিপুর রাজ্যে বীরেন সিং নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এনপিপি সমর্থন প্রত্যাহার করলেও মণিপুরে এন বীরেন সিং নেতৃত্বাধীন জোট সরকার রাজনৈতিক সংকটের মুখে পড়বে না বলে মনে করা হচ্ছে৷ কেননা ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় এনপিপি-র বিধায়ক রয়েছেন সাতজন। বিজেপির ৩২ জন ছাড়াও সমর্থন রয়েছে পাঁচ (৫) এনপিএফ, জেডি (ইউ)-এর ছয় (৬) বিধায়ক এবং তিন (৩) নির্দলীয় বিধায়কের। সাত এনপিপি বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর সংখ্যা হয়েছে ৪৬। এছাড়া রয়েছেন কুকি পিপলস অ্যালায়েন্সের দুই এবং কংগ্রেসের পাঁচ বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *