আগরতলা, ১৭ নভেম্বর : রাজধানীর দুর্গাবাড়ীতে আজ থেকে কাত্যায়নী পূজা শুরু হয়েছে। তিনদিন ধরে চলবে এই পুজো। প্রতিবছরের ন্যায় এবারও দেবীর ষষ্ঠ রূপের আরাধনায় দুর্গাবাড়ীতে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা গেছে।
কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে এই পুজো অনুষ্ঠিত হয়। মূলত সমাজের মঙ্গল এবং সকলের কামনায় এই পুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মত এই বছরও রবিবার সকাল থেকে রাজধানীর দুর্গাবাড়িতে দেবী কাত্যায়নীর পূজো করতে প্রচুর ভক্তের সমাগম হয়।