কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : নিজের হাতেই তৈরি। খবরের কাগজ থেকে অন্তর্বাস গড়ে নিয়ে পরিধান করেছেন। এরপর লক্ষ্য হল দেশজুড়ে ভ্রমণ। এককথায়, স্বনির্মিত সংবাদপত্রের মোড়কেই নিজেকে জনসমক্ষে হাজির করে তাক লাগিয়ে দেওয়া তার অন্যতম লক্ষ্য নয়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া’তে অর্থাৎ ইনস্টাগ্রামে ১ মিলিয়ন তাঁর ফলোয়ার – অনুসারীদের মাঝে অভিনব পোশাকে একদিকে হাজির করা ও অন্যদিকে জাহির করছেন নিজেকে তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রভাব বিস্তার করতে সিদ্ধহস্ত। ইনস্ট্রাগ্রামেও রয়েছেন। এই মুহূর্তে ইনফ্লুয়েন্সার হেমশ্রী ভদ্র এক অনন্য সামাজিক পরীক্ষার মাধ্যমে দেশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ! তিনি স্ব-নির্মিত সংবাদপত্রের পোশাকেই ভারত জুড়ে এক যাত্রা শুরু করেছেন।উল্লেখ্য, সিটি অফ জয়, কলকাতা থেকে শুরু এই যাত্রার। হেমোশ্রী একটি রিল তৈরি করে ফেলেছেন যা মাত্র অল্প সময়ের ব্যবধানেই একদিনে তিন কোটি দর্শক তা চাক্ষুষ করলেন অর্থাৎ ভিউয়ার পেয়েছেন। এই রিলের মাধ্যমেই, দেশের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে ও মহিলাদের প্রতি সম্মান বেশ কিছু ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে হেমোশ্রী বলেন, ” এই ভারত যাত্রার মাধ্যমেই পরখ করে দেখতে আগ্রহী, যে দেশ অভ্যন্তরে মহিলারা নিরাপদে চলাফেরা করতে আদৌ পারেন কিনা।” সুতরাং এই যাত্রার সমর্থনে ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আর্জি হেমোশ্রী ভদ্রের ।যোগাযোগের জন্য : হেমশ্রী ভদ্রইনস্টাগ্রাম: @selena.bb22ফোন: 8240643095