কৈলাসহর, ১৭ নভেম্বর : সরকারি হাসপাতালে একের পর এক পরিষেবা বন্ধ থাকার ফলে গোটা ঊনকোটি জেলার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ঊনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা বন্ধ ছিল। অন্যদিকে এক বছর ধরে হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট বন্ধ হয়ে আছে। কিন্তু এ নিয়ে দপ্তর উদাসীন। উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের কথা মাথায় রেখে ২০২২ সালে কয়েক লক্ষ টাকা খরচ করে অক্সিজেন প্ল্যান্ট নির্মান করা হয়েছিল। কিন্তু এটি সাধারণ মানুষের কাজে আসছে না। হাসপাতালের কমপ্লেক্সে অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ার পরের কয়েক মাস নিয়মিত ভাবে এর ব্যবহার করা হলেও, ২০২৩ সালের প্রথমদিক ওই অক্সিজেন প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে রয়েছে।
সংশ্লিষ্টদের থেকে জানা গেছে, ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট এর পাশাপশি জেলার অধীনে সমস্ত মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টগুলো দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এই বিষয়ে অক্সিজেন প্ল্যান্টে নিয়োজিত কর্মীদেরকে জিজ্ঞেস করলে তারা কোনোও মন্তব্য করতে নারাজ।
এই বিষয়ে উনকোটি জেলার জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বহুবার এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তারা। কিন্তু বিকল মেশিনগুলো ঠিক করার বিষয়ে দপ্তরে উদাসীন।
স্থানীয়দের বক্তব্য, এভাবে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্সিজেন প্ল্যান্ট নির্মান করে যদি সাধারণ মানুষের উপকারে না আসে তবে অক্সিজেন প্ল্যান্ট নির্মান করার প্রয়োজন ছিল না। জেলা হাসপাতাল চিকিৎসারত রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা ওই বিষয়ে প্রশ্ন তোলতে শুরু করেছেন।
এই ব্যাপারে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডক্টর রোহন পাল জানান, জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটি যে কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো, সেই কোম্পানির সাথে দপ্তরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে। তাই, নতুন করে আবার এগ্রিমেন্ট না হওয়া অব্দি অক্সিজেন প্ল্যান্ট বন্ধ থাকবে। শীঘ্রই যেন অক্সিজেন প্ল্যান্টের পরিসেবা শুরু হয় তার জন্য দপ্তরের অধিকর্তাকে লিখিত ভাবে আবেদন করেছেন বলেও জানান মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট।