নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর:
বলদাখাল ব্রিজের নিচে একটি মৃত গরু থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার ঘটনায় এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গরুটির মালিকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
আগরতলার বলদাখাল ব্রিজের নিচে একটি মৃত গরু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু এই দুর্গন্ধযুক্ত জল জনগণ ব্যবহার করছে সাপ্লাই এর মাধ্যমে। ক্ষতি হচ্ছে জনগণের। জল দূষিত হচ্ছে। এলাকাবাসীর অভিমত গরুটি যারই হোক না কেন মৃত্যুর পর গরুটিকে মাটিচাপা দেওয়া উচিত ছিল। একদিকে পচা দুর্গন্ধ, অন্যদিকে এই জলাশয় থেকেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। অবিলম্বে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।